তিন দিনের গার্লস গাইড ক্যাম্পের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৩য় উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩ জানুয়ারি রাতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিনব্যাপী এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আখন্দ জান্নাতুল মাওয়া বেলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খানম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশ সেবায় গার্লস গাইডসরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকাসহ ২৭০ জন ছাত্রী অংশগ্রহণ করছে বলে জানা যায়।
মন্তব্য করুন