দল মত নির্বিশেষে নৌকা মাকায় ভোট চাইলেন ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ জানুয়ারি সন্ধ্যায় পৌর নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক প্রবীন মুরব্বী আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান মেয়র ফজলুর রহমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাপদক রুহুল আমিন রুহেল, ৬ নং ওয়ার্ড কাউন্সিল জালাল আহমদ, সেচ্ছাসেবক জেলা শাখার সভাপতি নাজমুল হক, এডভোকট গৌছ উদ্দিন নিক্সন, জুবায়ের আহমদ তপু, আলাল আহমদসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
এসময় পৌর মেয়র ফজলুর রহমান বলন, আপনাদের মূল্যবান ভোটে গত নির্বাচনে জয়ী করায় পৌরসভার প্রতিটি অলি গলিতে উন্নয়নের ছোয়া লেগেছে। পুণরায় আপনাদের ভোটে নির্বাচিত হলে উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি অঙ্গীকারবন্ধ। স্বপ্নের কথা নয়,বাস্তবতা জানিয়ে তিনি আরো জানান-গত নির্বাচনে পৌরবাসীর ভোটে নির্বাচিত হয়ে অসংখ্য উন্নয়নসহ জনগনের সুখে, দুঃখে সার্বক্ষনিক সেবক হিসাবে কাজ করেছি যাহা পৌরবাসী আপনারা দেখেছেন বাস্তবে। আমার অসমাপ্ত কাজ পূর্ণ করতে আসন্ন ৩০ জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে জয়ী করে আধুনিক ও মডেল পৌরসভার লক্ষ্যে সহযোগীতা করুন। আসন্ন নির্বাচনে ধর্ম,বর্ণ,দল-মত নির্বিশেষে পৌরবাসীর কাছে উধাত্ত আহবান জানান নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য।
মন্তব্য করুন