দাড়াঁও পথিক গন্থের লেখক ও গবেষক সাদেক আহমেদ সাথে মত বিনিময়

October 4, 2016,

স্টাফ রিপোর্টার॥ সিলেটের লামাকাজিতে মরমী কবি জামাল উদ্দিন সুরুজের উত্তরসূরী শিল্পি শাহিনা জালালীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাড়াঁও পথিক গন্থের লেখক ও গবেষক সাদেক আহমেদ।
মতবিনিময় সভায় সিলেটের হারানো ঐতিহ্য শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া সিলেটের প্রকৃত ইতিহাস মরমী গানগুলি সংরক্ষনের জন্য বক্তারা একমত হন ও লেখকের কাছে জোর দাবী জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক শাহিনা খানের স্বামী লেখক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে লন্ডন প্রবাসী ছাড়াও বিশ্বনাথ ও ছাতক প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও লেখকগন উপস্থিত ছিলেন। পরে অতিথি সাদেক আহমেদকে সম্মামনা ক্রেস্ট প্রদান করছেন ৫হাজার মরমী গানের রচয়িতা, মরমী শিল্পী শাহিনা জালালী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com