দুই বাক-প্রতিবন্ধির প্রেম : বিয়ে করতে লন্ডন থেকে মৌলভীবাজারে

April 18, 2017,

হোসাইন আহমদ॥ প্রেমের নেই কোন সীমাবদ্ধতা। সাত সাগর তের নদী পাড়ি দিয়ে এবার লন্ডন থেকে প্রেমের টানে বাক-প্রতিবন্ধি ফাবিহা খানম পান্না’র হবিগঞ্জের বাড়িতে এসেছেন আরেক বাক-প্রতিবন্ধি সিরাজ আহমদ। ওই দুই বাক প্রতিবন্ধির মধ্যে দীর্ঘ ২বছর যাবত প্রেমের আদান প্রদান চলছে।
সিরাজ জন্ম সূত্রে লন্ডনের বাসিন্দা এবং জন্ম থেকেই সে বাক-প্রতিবন্ধি। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে। সিরাজের প্রেমিকা ফাবিহা খানম পান্না হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিন এর মেয়ে। সিরাজ পান্নাকে বিয়ে করতে গত ১২ এপ্রিল লন্ডন থেকে ছোট ভাই আতা ও মা মর্তুজা বিবিকে নিয়ে দেশে আসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় সিরাজ পান্না’র। পরিচয় থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব এর পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবার সিরাজ পান্নাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করতে গত ১২ এপ্রিল লন্ডন থেকে বাড়িতে আসেন।
সিরাজের চাচাতো ভাই মৌলভীবাজার যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন (হালিম) বলেন, সিরাজ ভাই দেশে আসার পরে আমরা আত্মীয় স্বজন সবাই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে গিয়ে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আগমী ২১ এপ্রিল বিবাহের দিন ধার্য করা হয়েছে। তাদের দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে। বিয়ের দিন নির্ধারিত হওয়ায় তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com