দুই হাতে লিখছে জুড়ীর প্রতিবন্ধী এলি
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2016/11/1-3.jpg?fit=800%2C445)
কুলাউড়া অফিস॥ স্রষ্টার সৃষ্টির সেরা মানুষ জাতি। মহান সৃষ্টিকর্তা এ জাতিকে বিভিন্ন রূপ আকৃতি দিয়ে গঠন করেছেন। তাঁর সৃষ্টির রহস্য এখনও এ জাতির পক্ষে অনুধাবন করা কঠিন। তেমনি এক সৃষ্টি তাহমিনা আক্তার এলি। সৃষ্টিকর্তা অসীম দয়ায় অপরূপ রূপে তাকে তৈরি করলেও সামান্যতে প্রতিবন্ধী করে রেখেছেন। যা সেই কঠিন অনুধাবনের বৃত্তে বন্ধী। মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম এলাকা মতিনপুর গ্রামের কাজল মিয়া ও সেলিনা বেগম দম্পতির মেয়ে এলি স্থানীয় ধলাই হাওর-১ ব্র্যাক স্কুলের শিক্ষার্থী হিসেবে এবার ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সরেজমিনে দেখা যায়, তার দুই হাতে আঙ্গুল থেকেও নেই। কয়েকটি আঙ্গুলের আকৃতি খাকলেও তা দিয়ে কোন কাজ করা যায় না। যা জন্ম থেকেই এভাবে আছে। যে কারনে তাকে দুই হাতে কলম ধরে পরীক্ষার খাতায় লিখতে হয়। সব কিছু স্বাভাবিক ভাবে করতে পারলেও শুধু লিখার কাজটা করতে হয় দাড়িয়ে। তার মত তার হাতের লেখাও খুবই সুন্দর। এলি জানায়, তার বিদ্যালয়ের ম্যাডাম তাকে এভাবে লিখতে শিখিয়েছেন।
মন্তব্য করুন