দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বাৎসরিক কর্মপরিকল্পনা সভা

May 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ ‘‘ দুনীতি করবো শেষ, নিজে বাঁচবো, বাঁচাবো দেশ’’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বাৎসরিক কর্মপরিকল্পনা সভা।
২২ মে সোমবার সকালে শহরের শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার এর আয়োজনে ও জেলা প্রশাসক মৌলভীবাজারের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহনে কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন।

দুর্নীতি প্রতিরোধ কমিটি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সাবেক উপ-সচিব আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক এর হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচারক খন্দকার মো: খলিলুর রহমান, হবিগঞ্জ জেলা দুপ্রকের সভাপতি সাবেক এমপি এডভোকেট মো: আব্দুল হাই, সহ সভাপতি ডা. মো: জমির আলী, প্রফেসর (অব) মো: আবু জাহের ও মৌলভীবাজার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলাউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি  আব্দুল হামিদ মাহবুব, দুপ্রক শ্রীমঙ্গল সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, বানিয়াচং সভাপতি বিপুল ভূষন রায়সহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com