দেশগঠনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলেই গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে-মাহিদুর রহমান

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি’র চেয়ারর্পাসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রেখেছিলো স্বৈরাচার শেখ হাসিনা।
শেখ হাসিনা ও তার নিষিদ্ধদল আ’লীগের নেতা কর্মীরা সারা দেশে সাধারণ মানুষের উপরে এমন অত্যাচার-জুলুম, নির্যাতন, গুম করেছে। ভোট কারচুপি, দিনের ভোট রাতে, টেন্ডারবাজী করে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আবার পুরস্কৃত করেছে। ক্ষমতাচ্যুত হয়ে তারা ক্ষমতা ছেড়ে চোরের মতো পালিয়ে জীবন বাঁচিয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চললে দেশে কোনো অরাজকতা সন্ত্রাসী, মাস্তানী, জঙ্গী, চরমপন্থীর স্থান হবে না, সঠিক পথ পাবে দেশটি। বিএনপি মানুষের কথা বুঝে ও বলে। শুধু গণতন্ত্র থাকলেই চলবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে, তেমনি দায়িত্ব আছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই গণতন্ত্র সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তিনি গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দেন।
৯ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনের তৈয়বনগরের তৈয়ব ভিলায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে নিজ গ্রামের বাড়িতে সারাদেশ তথা সিলেট বিভাগের নেতাকর্মী, সুশীল সমাজ মিলে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র চেয়ারর্পাসনের উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, দেশে বিগত স্বৈরাচারের একটি চক্র বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পায়তারা লিপ্ত রয়েছে। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগে একটি দল সক্রিয় করার চেষ্টা করছে খেয়াল রাখতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তখন অনেক কিছুই সামনে আসবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করে যেতে হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে এপ্রিল মাসের আগেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য সকলকে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। দলের দেয়া ৩১ দফা ও বিএনপি’র ক্ষমতায় গেলে ১৮০ দিনের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সকল শ্রেণি-পেশার ভোটারদের আকৃষ্ট করতে হবে। পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলাসহ মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতাকর্মীদের ঢল নামে।
এতে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর , মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা, চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল থেকে গভীর রাত চলে অতিথিদের আপ্যায়ন।
মন্তব্য করুন