দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে : শেখ নুরে আলম হামিদী
এহসান বিন মুজাহির : ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঢাকার কাটাবন জামে মসজিদ থেকে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলাম ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেছেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার শাসনামালে ২০১৩ সালে আমাকে পাকিস্তানি ট্যাগ লাগিয়ে বিনা অপরাধে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। এখনও সেই মামলার হাজিরা দিতে হচ্ছে। শুধু আমি নয়, পতিত স্বৈরাচার হাসিনার আমলে আলেম-উলামাদের উপর বহু জুুলুম নির্যাতন করা হয়েছে। নিরীহ আলেম মাদরাসা ছাত্র-শিক্ষকদের গ্রেফতার-জেল জুুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আমি এই ফ্যাসিস্ট হাসিনার শাস্তির দাবি করছি। অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর উদ্যোগে আয়োজিত মিরপুর-শ্রীমঙ্গল মহাসড়কে চা-কন্যা সংলগ্ন এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গলের বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সভাপতি, কারানির্যাতিত আলেম মাওলানা শেখ নুরে আলম হামিদীর লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষে বিশাল গণসংবর্ধার আয়োজন করা হয়।
এসময় মিরপুর-শ্রীমঙ্গল মহাসড়কের দুদপাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাঁরা ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেন এবং স্লোগান দিয়ে অভিবাদন জানান।
পরে বিশাল গাড়িবহর নিয়ে শ্রীমঙ্গল শহর অভিমুখে যাত্রা করেন আয়োজক সংশ্লিষ্টরা। এরপর শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয় এক পথসভা
মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সহসভাপতি মাওলানা খালেদ বিন শাওকি প্রমুখ।
পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একে অপরকে ভাই। কেউ যেন সম্প্রীতির বন্ধ বিনষ্ট করতে না পারে, সেবিষয়ে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহবান জানান তিনি।
মন্তব্য করুন