ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট ও চারণের যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

March 23, 2025,

স্টাফ রিপোর্টার : নারীকে অবমূল্যায়ন ও নারী নির্যাতন বন্ধ করা, সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ নির্যাতন হত্যা বন্ধ করা এবং সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ ২০২৫ রবিবার বেলা ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সংগঠক কাজল রায় এবং সভা পরিচালনা করেন মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ। সমাবেশ পরবর্তীতে শহরে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com