নদীর স্রোতে নি/খোঁজ বালু শ্রমিকের লা/শ উ/দ্ধার
আউয়াল কালাম বেগ : রাজনগরে মনু নদী থেকে বালু উত্তোলনের সময় মনুনদীর পানির প্রবল স্রোতে নিখোঁজের ৩০ ঘন্টা পর ফরহাদ মিয়া (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মৃত মছন আলীর ছেলে।
রাজনগর ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় ২৪ মে শনিবার সকাল ১০ টার দিকে হরিপাশা বালুমহালে ড্রেজার মেশিন দিয়ে মনু নদী তেকে বালু উত্তোলনের সময় ফরহাদ মিয়া (৩০) ড্রেজার মেশিনের রসি টানানোর জন্য পানিতে নামেন আর ফিরে আসেনি। নদীর প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। খরর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আসা ডুবুরী টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া ব্যাক্তিকে উদ্ধারের যৌথ অভিযান করে। দীর্ঘ সময় খোঁজা খোঁজিঁর পর কোনো সন্ধান না পেয়ে তারা উদ্ধার অভিযান বন্ধ করে দেন। এদিকে পরদিন রবিবার বেলা দেড়টার সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট আদুরে নদীর স্রুোতে নিখোঁজ হওয়া ফরহাদ মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন