নানা আয়োজনে শুরু হয়েছে বর্ষ বিদায় ও বর্ষবরন উৎসব

April 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ পুরোনো বছর ও জীর্ণতাকে বিদায়ের সাথে নতুন বছরকে বরন করতে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে দুইদিন ব্যাপি বর্ষবিদায় ও বর্ষবরন উৎসব।
চৈত্রের শেষে পড়ন্ত বিকেলে মৌলভীবাজার জনমিলন প্রাঙ্গনে উদিচি, ধ্রুবতারা ললিতকলা একাডেমী, উত্তরন খেলাঘর আসর সহ ৮টি সংগঠন বাংলার উৎসব উৎযাপন পরিষদ বর্ষ বিদায় ও বর্ষবরন উৎসবের দুইদিন ব্যপি অনুষ্ঠান শুরু করেছে। বাহারী রঙের পোষাক পড়ে নাচ. গান আবৃত্তি পরিবেশন করেছে শিল্পীরা। পুরোনো বছরকে বিদায়ের সাথে নতুন বছরকে অনুষ্ঠানের মধ্যদিয়ে বরন করতে এই ধরনের উদ্দ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক কর্মি পরিষদের যৌথ আয়োজনে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরন অনুষ্ঠান হয়েছে। এ উৎসবকে ঘিরে পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com