নারায়নগঞ্জ নির্বাচনে আইভির পক্ষে গণসংযোগ করলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র
স্টাফ রিপোর্টার॥ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভির পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ ফজলুর রহমান ।
১৭ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নগরীর বন্দর এলাকার ২১ ও ২২ নং ওয়ার্ডে তিনি দলীয় প্রার্থীর পক্ষে এ গনসংযোগ করেন । এসময় তার সাথে ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার মনবীর রায় মঞ্জু ও কমলগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ দলীয় মেয়র জুয়েল আহমদ ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান নগরীর বন্দর এলাকার বাসা বাড়ী, ব্যাবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বস্তি এলাকায় তিনি আইভির পক্ষে প্রচার পত্র বিলি করেন । মুঠো ফোনে এ তথ্য নিশ্চিত করে মেয়র ফজলুর রহমান বলেন আমরা আমাদের দলীয় প্রার্থীর পক্ষে তার বিজয় নিশ্চিত করতে প্রচার পত্র বিলি করতে নগরীর বন্দর এলায় প্রচারনা চালিয়েছি । প্রচার পত্র বিলিতে আমরা এখানকার জনগনের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি ।
মন্তব্য করুন