নিতেশ্বর এলাকার যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

November 9, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার ৯ নভেম্বর বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকার নিল আকাশ বার্গার হাউজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুত্বর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাসুম আহমদ, সাফওয়ান, জাবেদসহ কয়েকজন কলেজ ছাত্রও ছিলো এই গাড়িতে। গাড়িতে থাকা অলি আহমদ জানান, আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে গাড়িতে উঠি। আমাদের গড়িটিও খুব গতিতে যাচ্ছিলো। ওই এলাকায় রাস্তা সংস্কার কাজ চলছে। অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি হলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৩১৬৫) শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিওকে আসছিলো। দুর্ঘটনার পর থেকে ড্রাইভার পালাতক রয়েছে। বাসটি খাদ থেকে তোলা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com