পবিত্র আশুরা উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহরিয়ার খান সাকিব : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা।
রোববার ৬ জুলাই সকালে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুফতি বশির আহমদ।
আলোচনায় সভায় কারবালার শিক্ষা শীর্ষক বিষয়ক বক্তব্য দেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মো: আব্দুস সামাদ শুবেজ, আবু বকর শেফন, মাওলানা মো: রুকন আহমদ, কাজী মো. হুসনে মোবারক। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রনি আহমদ, হাফিজ মাসুম আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মহররম মাসের দশম দিন শোক, ত্যাগ এবং ইতিহাসের গৌরবময় অধ্যায়ের কারণে এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবালার মর্মান্তিক প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা) এবং তাঁর সঙ্গীদের শাহাদত এই দিনে সংঘটিত হয়েছিল। মুসলিম উম্মাহকে এ শিক্ষাকে অন্তরে ধারণ করে জীবন গঠনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে ইমাম হোসাইন (রা) এবং তাঁর সঙ্গীদের শাহাদত স্মরণ ও মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন