পরিচ্ছন্ন শহর গড়তে ব্যবসায়ীদের সাথে পৌরসভার মতবিনিময়
September 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ পরিচ্ছন্ন শহর’ হিসেবে গড়তে চাই আমাদের প্রিয় মৌলভীবাজার। এক্ষেত্রে দোকান মালিক ও নাগরিকদের সক্রিয় সচেতনতা খুব প্রয়োজন।
এলক্ষ্যে চেম্বার অব কমার্স, বিজনেস ফোরাম এবং পৌর এলাকার সকল ব্যবসায়ীদের নিয়ে ৩০ সেপ্টেম্বর মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
সিদ্ধান্ত হয়েছে প্রতিটি দোকানের ময়লা রাতে বন্ধ করে যাওয়ার সময় একটা ব্যাগে দোকানের সামনে রেখে যাবেন ব্যবসায়ীরা। পরে পৌরসভার গাড়ি ময়লা নিয়ে আসবে। দোকানের ফুটপাতে সাব-দোকান ও পসরা বসানো হবেনা। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি দেখভাল করবেন। মনিটর করবে মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষে আগামী ১১ অক্টাবর শহরে সচেতনতামূলক র্যালি বের হবে।
মন্তব্য করুন