পরিবহন ধর্মঘটে অচল মৌলভীবাজার (ভিডিও সহ)

January 7, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কতৃক পরিবহন শ্রমিকদের উপর হামলার বিচার, গাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ক্ষতি পূরণের দাবীতে মৌলভীবাজার জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
শনিবার ৭ জানুয়ারি সকাল ৬ টা থেকে মৌলভীবাজার জেলার সাত উপজেলা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারনে অচল হয়ে পড়েছে পুরো জেলা। রাস্তায় চলাচল করছে না দূর পাল্লার কোন ভারি যানবাহন ও গণ পরিবহন। অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগন। স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও চাকুরীজীবীরা সময়মতো প্রতিষ্ঠানে যেতে পারেননি। জেলার সবকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পরিবহণ শ্রমিকরা পিকেটিং করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহ জালাল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com