পলিটেকনিক শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেকের শিক্ষক শহিদুল ইসলামের উপর আতর্কিত হামলার প্রতিবাদে এবং
দুর্বৃত্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ ফেব্রুয়ারি সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, ফুড বিভাগের প্রধান খাদেমুল বাশারসহ ইনস্টিটিউটের প্রত্যেক বিভাগের শিক্ষক,শিক্ষিকা এবং কর্মচারীরা।
এসময় মানববন্ধনে শিক্ষকরা বক্তব্যে বলেন, হামলাকারী যেই হোক না কেনো অতি শীগ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
এদিকে, চলমান ডিপে¬ামা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষায় গণিত শিক্ষক শহিদুল ইসলামের হাতে ১১০ নম্বর ছিল। ওই পরীক্ষায় ঘটনার ২০ দিন আগে একজন পরীক্ষার্থীকে বেশি নম্বর দেয়ার সুপারিশ নিয়ে মির্জা আফজাল ও সাজ্জাদ নামের দুই জন এই শিক্ষকের সঙ্গে দেখা করেন। বেশি নম্বর দেয়ার কোনো সুযোগ নেই বলে শিক্ষক তাদের বিদায় করে দেন।
এরপর হামলাকারী মির্জা আফজাল ওই শিক্ষকের সঙ্গে দেখা করার জন্য একাধিকবার ফোন দেয়। কিন্তু আহত শিক্ষক তার সঙ্গে দেখা করেন নি। পরবর্তীতে বারবার ফোন দেওয়ায় শিক্ষক তার নাম্বারটি ব¬ক করে দেন।
এর কিছু দিন পর ঘটনার দিন মির্জা আফজাল, সাজ্জাদ ও তাদের আরেক সহযোগী নিয়ে রাস্তায় শিক্ষক শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন