পশুর হাটের নিরাপত্তা নিয়ে ইজারাদারদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার।
রোববার ১ জুন সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) সভাপতিত্বে মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা সদরসহ সকল উপজেলার পশুরহাটের ইজারাদার এবং সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পশু হাটের ইজারাদাররা হাটের নিরাপত্তা, হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অননুমোদিত পশুর হাট সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বক্তব্য তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘কোন অবস্থাতেই রাস্তা বন্ধ করে পশুর হাট বা হাটের আসেপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ করবেন।’
তিনি আরও বলেন, ‘কোরবানির হাটে কোন রাজনৈতিক দলের নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সুপার হাটগুলোতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় মোবাইল নম্বর ব্যানার বা ফেস্টুনে প্রদর্শনের ব্যবস্থা করার আহবান জানান।
মন্তব্য করুন