পহেলা বৈশাখে পথ শিশুদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ

April 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ পহেলা বৈশাখে পথ শিশুদের মধ্যে নববর্ষের পোশাক ও খাবার বিতরণ করলো তরুণরা।
১৪ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের কুসুমবাগ এলাকায় দুই’শ জন পথশিশুর মধ্যে টি-শার্ট ও খাবার বিতরণ করে জেলা যুব সংস্থার তরুণরা।
যুব সংস্থার সভাপতি মোঃ আলিম উদ্দিন হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল্লাহ, অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, ব্যবসায়ী সৈয়দ সেলিম হক, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, শফিকুর রহমানসহ যুব সংস্থার সদস্যরা।
বক্তারা বলেন, ‘সকলে পহেলা বৈশাথে উৎসব করবে, আনন্দ করবে। কিন্তু পথশিশুরা চেয়ে চেয়ে দেখবে- এটা আমাদের পীড়া দিচ্ছিলো। বিষয়টি চিন্তা করেই জেলা যুব সংস্থা উদ্যোগটি গ্রহণ করে। সংগঠনটি মূলত তরুণদের নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে। এর ধারাবাহিকতা অভ্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com