পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলাধীন খলিলপুর ইউনিয়নের আইনপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। শনিবার ২৫ সেপ্টেম্বর ওই ঘটনাটি ঘটে। এতে বড় জিয়াউর রহমান (৪২) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বহুদিন যাবত জায়গাজমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিহত জিয়াউর রহমানের পরিবারে নিজেদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। ২৫ সেপ্টেম্বর দূপুরে জিয়াউর ঘরের পাশেরে একটি অংশে বীজবপনের জন্য মাটি খুড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সাথে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ বাকবিতা হওয়ার পরে তাইদুল চলে যায়। একপর্যায়ে অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে উঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করলে সে মাটিতে ছিটকে পড়ে যায়। তাৎক্ষনিক পরিবারের অন্যান লোকজন তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন