পুলিশের পৃথক অভিযানে শ্রীমঙ্গলে ৩ নারীসহ ১১ জন গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৩ নারীসহ ১১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার ৩ জুন সকালে গ্রেফতারকৃত ১১ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার ২ জুন রাতে থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাছান, উপপরিদর্শক (এসআই) তীথংকর দাস, উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান, উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো: আবু মুছা, উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো: জামাল উদ্দিন, উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো: জামাল মিয়া, উপ সহকারি পরিদর্শক (এএসআই) রাজু কুমার বিশ্বাস ও উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো: এরশাদ মিয়াসহ পুলিশের পৃথক টিম শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ১১ জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা পলাতক আসামিরা হলেন, সিআর-৮২/১২ (বন) এর পরোয়ানাভুক্ত আসামি সুমন (২০), জিআর-১২২/২০ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি মো: রুমান ইসলাম, সিআর-১৭৩/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সাদত মিয়া, জিআর-৩৮/২১ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি জুনেদ মিয়া, নারী ও শিশু মামলা-১৩৩/২০১৭, পিটিশন মামলা-৬৩১/২০১৬ এর পরোয়ানাভুক্ত আসামি পনই বুনার্জি, বাসু বুনার্জী, মানিক বুনার্জী, ননজিআর-২১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি রিপন মিয়া, ননজিআর-৩৯/২৩ (শ্রীঃ) এর পেরোয়ানাভুক্ত আসামি রিনা বেগম ও ছায়া বেগম।
মন্তব্য করুন