পূবালী ব্যাংকের জিএম হিসাবে পদোন্নতি পাওয়ায় আহ্মদ এনায়েত মনজুর-কে অভিনন্দন
May 8, 2017,
স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংক লিঃ সিলেট পূর্বাঞ্চলের প্রধান আহ্মদ এনায়েত মনজুর জি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন পূবালী ব্যাংক লিঃ এর মৌলভীবাজার অঞ্চলের আইন কর্মকর্তা ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি মোহাম্মদ আবু তাহের। এক অভিনন্দন বার্তায় তাহের উল্লেখ করেন, ‘‘আহ্মদ এনায়েত মনজুর ছাত্র জীবন থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর এ সম্মাণজনক প্রাপ্তি শুধু তাঁর জন্যই নয় আমাদের সকলের জন্য গৌরবের। তাঁর অপরিসীম উদ্ভাবনী শক্তি অসাধারণ দূরদর্শীতা, কর্মদক্ষতা ও আত্মপ্রত্যয় পূবালী ব্যাংককে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
মন্তব্য করুন