পোল্ট্রি খামার ব্যবসায়ীদের মানববন্ধন

ওমর ফারুক নাঈম॥ দেশী বিদেশী বড় বড় কোম্পানির আগ্রাসনের থাবা থেকে ক্ষুদ্র পোল্টি খামারীদের রক্ষা, ১ দিন বয়সী ব্রয়লার ও লেয়ার বাচ্চা এবং খাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ মৌলভীবাজার জেলা।
মঙ্গলবার ২৫ এপ্রিল সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে পোল্ট্রি খামার রক্ষা পরিষদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহেদুল হক, মিছবাহুর রহমান, মিন্নত আলী প্রমুখ। মানববন্ধনে পোল্ট্রি খামার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলার ৫টি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন- দেশী বিদেশী বড় বড় কোম্পানির আগ্রাসনের থাবা থেকে ক্ষুদ্র পোল্টি খামারীদের রক্ষা করতে হবে ও ১ দিন বয়সী ব্রয়লার ও লেয়ার বাচ্চা এবং খাদ্যের অতিরিক্ত মূল্য কমাতে হবে।
এসময় বক্তারা আরো বলেন- মৌলভীবাজারে পোল্ট্রি ব্যবসা করে জীবিক নির্বাহ করে আসিতেছি। কয়েক বছর যাবত একদিন বয়সী মুরগীর বাচ্চা ও খাদ্যের উচ্চ মূল্য থাকার কারনে পোল্ট্রি পেশার সাথে যারা জড়িত এদেশের ৮০ লক্ষ পোল্ট্রি খামারীরা বেকার হয়ে যাচ্ছে। দেশী ও বিদেশী কয়েকটি অসাধু কোম্পানী এক দিনের বয়সী মুরগীর বাচ্চা খামারীদের নিকট থেকে (প্রতি পিছ লেয়ার বাচ্চার মূল্য) ১১০ টাকা ও বয়লার বাচ্চার মূল্য ৭২ টাকা হারে নিয়ে যাচ্ছে। অথচ একটি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে খরছ হয় ২০ টাকা।
বক্তারা আরোও বলেন- বাচ্চা খামারে তুলে লালন পালন, খাদ্য মেডিসিন খরছ যা হয় বিক্রয়ের ক্ষেত্রে সেইরকম মূল্য পাওয়া যায় না । যার কারনে লোকসান দিতে দিতে এদেশের প্রান্তিক পোল্ট্রি খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর বড় বড় কোম্পানীগুলো সিন্ডিকেট করে প্রান্তিক পোল্ট্রি খামারীদের নিকট বাচ্চা ও খাদ্য বেশি দামে বিক্রি করে যাতে করে, লোকসান দিয়ে খামারগুলো বন্ধ হয়ে যায়।
খামারগুলো বন্ধ হয়ে গেলে এদেশের ৮০ লক্ষ পোল্ট্রি খামারী ব্যবসায়ী যুবকরা বেকার হবে। পাশাপাশি যে দামে মুরগীর মাংস ডিম পাওয়া যাচ্ছে তাও বন্দ হয়ে যেতে পারে। পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেলে এদেশের শিক্ষিত যুব সমাজ বেকার হয়ে যাবে।
মন্তব্য করুন