প্যারিসে মুক্তিযুদ্ধা আব্দুল জব্বার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

September 17, 2016,

আবুল কালাম মামুন॥ বীর মুক্তিযুদ্ধা মরহুম আব্দুল জব্বার ছিলান নির্লোভ এবং দেশের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তি। বংগবন্ধুর ঘনিষ্ঠজন ও কুলাউড়ার সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বারের ২৪তম স্মরণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন
১৭ সেপ্টেম্বর শনিবার প্যারিসের ক্যাথসিমার সোনার বাংলা রেষ্টুরেন্টে মরহুম আব্দুল জব্বার স্মৃতি সংসদ ফ্রান্সের উদ্যোগে মরহুম আব্দুল জব্বার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মৃতি সংসদের আহবায়ক সাবেক ছাত্রনেতা হাসান সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সোনাম উদ্দিন খালিক,মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,মুক্তিযোদ্ধা নূর শিকদার,তৈমুছ আলী স্মৃতি সংসদ ফ্রান্সের সভাপতি আব্দুর রব,ফ্রান্স আওয়ামী লীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম খান,সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক অজয় দাস,কবি সুমা দাস, হাসান সিদ্দিকি,জয়নাল আবেদিন সিদ্দিকি মানিক,ইসহাক মিয়া,ফয়সল আহমেদ বেলাল,সেলিম আহমেদ, কামাল আহমেদপ্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- শামিম আহমেদ,সুমন রেজা খান,ফয়সল আহমেদ,কয়েছ মিয়া প্রমুখ।
এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে তার ছেলে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম বক্তব্য রাখেন।তিনি এ আয়োজনের জন্য ফ্রান্সের কুলাউড়াবাসীকে তার ও তাদের পরিবারের পক্ষথেকে ধন্যবাদ জানান এবং পিতারমত তিনিও জনগণের সেবা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরে মোনাজাতে মরহুম আব্দুল জব্বারের বিদেহী আতœার মাঘফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com