প্রবাসীদের সেবায় জেলা পুলিশের হটলাইন নম্বর

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী অধ্যুষিত অঞ্চল মৌলভীবাজার। বিদেশে থাকা মানুষ জায়গাজমিসহ নানা সমস্যার সম্মুখিন হন।
ভোক্তভোগী প্রবাসীরা দেশে এসে কিংবা প্রবাসে থেকে আইনী সহায়তা দিতে মৌলভীবাজার জেলা পুলিশের হটলাইন নম্বর চালু রয়েছে।
বিদেশে অবস্থানরত মৌলভীবাজার জেলার যেকোনো ব্যক্তি এবং মৌলভীবাজারে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনরা অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য এবং আইনগত পরামর্শ ও সেবা পেতে প্রবাসী কল্যাণ সেলের মোবাইল নম্বর ০১৩২০–১১৯৭৬৫-এ নম্বরে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ প্রেরণের আহবান জানিয়েছে জেলা পুলিশ।
এছাড়া spmoulvibazar@police.gov.bd এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।
এই নম্বরে নিজেদের অভিযোগ জানানোর পাশাপাশি সহায়তা চাইতে পারবেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বে থাকবেন পুলিশ সদস্যরা।
তাদের কাছ থেকে অভিযোগ জেনে পরবর্তী ব্যবস্থা নেবে কিংবা তাৎক্ষনিক সেবা দেবে মৌলভীবাজার জেলা পুলিশ।
মন্তব্য করুন