প্রবাসী ও যুবকদের উদ্যাগে মসজিদে সিসি টিভির সরঞ্জাম উপহার
June 15, 2024,
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে প্রবাসী ও যুবকদের উদ্যাগে বেলাগাঁও কন্টিনালা কেন্দ্রিয় জামে মসজিদে সিসি টিভির সরঞ্জাম প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলাগাঁও কন্টিনালা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে কন্টিনালা সূর্যদয় স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় বেলাগাঁও কন্টিনালা কেন্দ্রিয় জামে মসজিদ সেক্রেটারি এরশাদ আলীর হাতে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান। এসময় তিনি বলেন উদ্যেগটি প্রশংসনীয় এবং যুবকরাই সমাজের সংষ্কারক।
এসময় প্রমুখ উপস্থিত ছিলেন সমাজসেবক, আমির হোসেন, কম্পিউটার সাইন্সের ম্যানেজার আরিফুল ইসলাম, সমাজসেবক আলমগীর হোসেন, সেচ্ছাসেবক শাহিন আহমেদ , সেচ্ছাসেবক মনির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন