প্রায় চার লাখ দুর্গত মানুষের জন্য মাত্র ১ হাজার ভিজিএফ কার্ড
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অকাল বন্যায় ফসল হারিয়ে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় চার লাখ। এদের জন্য বরাদ্ধ এসেছে মাত্র ১ হাজার ভিজিএফ কার্ড। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় বরাদ্ধ এসেছে ২০০ মেট্রিকটন জিআর চাউল ও জিআর ক্যাশ ১০ লাখ টাকা।
এছাড়া ৩ মাস ৮ দিনের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ভিজিএফ কার্ডের অনুকূলে ৯৮ মেট্রিক চাল ও ১৫ লক্ষ টাকা বরাদ্ধ এসেছে। এই ১ হাজার কৃষক মাসে পাবেন ৩০ কেজি করে চাউল আর নগদ ৫০০ টাকা করে। তালিকা বৃদ্ধি করে ত্রাণ বরাদ্ধ না বাড়ালে চরম খাদ্য সংকট পড়তে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত বাকি সব অসহায় নিঃস্ব কৃষকদের।
জেলা প্রশাসনের হিসেবে মৌলভীবাজার জেলায় বিভিন্ন স্তরে বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন এবং আংশিক ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৩৪৮ জন।
ঝড়-তুফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ হাজার বাড়িঘর। এরমধ্যে প্রায় ১ হাজার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত
এ অবস্থায় বানের জলে জীবিকা হারিয়ে হাহাকার বিরাজ করছে সব হারানো মানুষের মধ্যে। খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখার আকুতি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হোক।
ক্ষতির পরিমাণ বিবেচনা করে পর্যাপ্ত ত্রাণ বরাদ্ধে জন্য আর্তি জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সব হারানো কৃষকেরা। পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সর্বস্বান্ত মানুষজন।
এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, কয়েক দাফে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ত্রাণের জন্য চিঠি লেখা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই আরো ত্রাণ পাওয়া যাবে। এছাড়াও ও.এম.এস চালুর জন্য চিঠি লেখা হয়েছে।
মন্তব্য করুন