ফলোআপ-কুলাউড়ায় অবৈধ সড়কবাতি স্থাপন- এমপির ভাতিজাকে প্রধান আসামী করে মামলা দায়ের

August 31, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে রাস্তার পাশের বিদ্যুৎখুঁটিতে অবৈধভাবে লাগানো সড়কবাতি খুলে আনার সময় ২৩ আগস্ট মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লোকজনের উপর হামলা চালিয়ে মালামাল ছিনিয়ে নেয় স্থানীয় লোকজন। এ ঘটনায় স্থানীয় এমপি আব্দুল মতিনের ভাতিজা আব্দুল হাদিকে প্রধান আসামী করে সিলেট বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তায় প্রায় দেড় মাস আগে ১৮টি বিদ্যুৎখুঁটিতে ১৮টি সড়কবাতি স্থাপন করা হয়। মিটার ছাড়া সরাসরি বিদ্যুতের সরবরাহ লাইনের সঙ্গে অবৈধভাবে এসব বাতির সংযোগ দেয়া হয়। যে রাস্তায় অবৈধ সড়কবাতি লাগানো হয় সেটি স্থানীয় এমপি আবদুল মতিনের গ্রামের বাড়ি কামারকান্দি গ্রামের রাস্তা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে পিডিবির কুলাউড়া বিক্রয় ও বিতরণ কার্যালয়ের সহকারী প্রকৌশলী খন্দকার কামর”জ্জামানের নেতৃত্বে একটি দল গিয়ে দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তায় বিদ্যুৎ খুঁটিতে লাগানো সড়ক বাতিগুলো খুলে ফেলেন। সেগুলো নিয়ে আসার সময় এমপির ভাতিজা আব্দুল হাদির নেতৃত্বে ৫০-৬০ জন লোক পথরোধ করে তাদের গাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা ফরমান আলী নামের এক লাইনম্যানকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা খুঁটি থেকে খুলে আনা অবৈধ বাতিগুলো ছিনিয়ে নেয়।
সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান মঙ্গলবার মুঠোফোনে জানান, ‘সড়কবাতিগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছিল। তাই সংযোগ বিচ্ছিন্ন করে বাতিগুলো অফিসে নিয়ে আসছিলাম। পথে আমাদের লোকজনের উপর হামলা চারিয়ে সেগুলো ছিনিয়ে নেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সিলেট বিদ্যুৎ আদালতে আব্দুল হাদিকে প্রধান আসামী করে ৫০-৬০ জনের বির”দ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত আইনগত ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, সপ্তাহে ‘কুলাউড়ায় বিদ্যুতের অবৈধ সংযোগে আলোকিত গ্রাম” শিরোনামে একটি সচিত্র সংবাদ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এছাড়া অপকর্ম আড়াল করতে এমপির লোকজন কুলাউড়ায় আজ ৩১ আগস্ট বুধবার মানববন্ধনের ডাক দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com