বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস/১৭,স্বাধিনতা ও জাতীয় দিবস /১৭,বাংলা নববর্ষ ১৪২৪,ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা সরকারী গন-গন্থাগার এর উদ্যোগে জেলার স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা, আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার বিকেলে সরকারী জেলা গন-গন্থাগার পাঠকক্ষে পুরস্কার বিতরণ করা হয়। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ জালাল উদ্দিন এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, শাহমোস্তফ (রা) কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন পুরস্কার বিজয়ী শিক্ষার্থী মোঃ সৈয়দ আল আমিন,মোঃ আব্দুল আহাদ, ঝুমা দাশ প্রমুখ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদ্রাসার ১২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
মন্তব্য করুন