বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে আলোচনা সভা,যুব ঋৃন ও মাস্ক বিতরণ

November 1, 2020,

নজরুল ইসলাম মুহিব॥ মুজিববর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা, যুব ঋৃন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১ নভেম্ভর রবিবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জেলা শাখা এর আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জসীম উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা, যুব ঋৃন ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির ছিলেন হবিগঞ্জ -মৌলভীবাজার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
স্বাগতিক বক্তব্য রাখেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। বক্তব্য রাখেন, প্রশিক্ষিত যুব সংগঠক নাসির উদ্দিন উজ্জল,মো: নুরুল হুদা,জয়শ্রী রানী মৌ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। পরে প্রধান অতিথি বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋৃন ও মাস্ক বিতরণ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com