বড়লেখায় ইউএনও’র সাথে উপজেলা খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়

August 13, 2024,

আব্দুর রব : দেশের বর্তমান পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা নিয়ে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সাথে রোববার বিকেলে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। নেতৃবৃন্দ বড়লেখা উপজেলায় সর্বস্তরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনকে সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস উপজেলা সভাপতি ফয়সাল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান সাদী, প্রশিক্ষণ সম্পাদক মো. এনামুল হক, যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সাদিকুল রহমান, মক্কা মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। উপজেলায় শান্তি ও শৃঙ্খলার উন্নতি কল্পে খেলাফত মজলিসের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com