বড়লেখায় উপ-নির্বাচন ৬ ইউপি চেয়ারম্যান প্রার্থীর সরব প্রচারণা

July 13, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার ১১ জুলাই প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনি মাঠ কাপাতে শুরু করেছেন। প্রার্থীরা গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করে নিজেদের অবস্থান তোলে ধরছেন। আগামি ২৭ জুলাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চলিত বছরের মার্চে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। ২৭ জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।
ইউপি চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- আব্দুছ ছামাদ (আনারস), ইমরান আহমদ (দুটি পাতা), নুরুল ইসলাম (অটোরিকশা), মাসুম আহমদ হাসান (মোটরসাইকেল), মুহিবুর রহমান (ঘোড়া) ও মো. ইকবাল হোসেন (চশমা)। প্রার্থীরা ভোটারের সমর্থন আদায়ে অনুসারিদের নিয়ে ঘরে ঘরে গিয়ে গণসংযোগ, লিপলেট বিতরণ ও সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। আগামি ২৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com