বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

আব্দুর রব : বড়লেখা উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত জাতের নারিকেলের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বুধবার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার।
২০২৪/২৫ অর্থবছরের খরিফ ২/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উচ্চ ফলনশীল উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম রাশেদুজ্জামান বিন হাফেজের সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম জুবায়ের আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহেল আহমদ প্রমুখ।
মন্তব্য করুন