বড়লেখায় জাতীয় ইমাম সমিতির উপজেলা নেতৃবৃন্দের অভিষেক ও আলোচনা সভা
February 16, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা জাতীয় ইমাম সমিতির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ্ নজরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি মাওলানা মুফতি রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম, সহসভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জিয়াউল হক, অধ্যক্ষ মাওলানা কাউছার আহমদ প্রমুখ।
মন্তব্য করুন