বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

March 10, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার বিকেল তিনটায় র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তবে, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের র‌্যালি, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার ছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত থাকতে দেখা যায়নি। বিকেল তিনটার আগে থেকেই অধিকাংশ কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলতে দেখা দেখা গেছে।

ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুজিবুর রহমান, সহকারি শিক্ষক ইমরান আহমদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com