বড়লেখায় টানা ভারি বৃষ্টিতে বন্যার অবনতি, নিম্নাঞ্চল প্লাবিত
আব্দুর রব॥ নিম্নাঞ্চল প্লাবিত বড়লেখায় বৃহস্পতিবারের দিনব্যাপি ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। হাকালুকি হাওড়ে পানি বৃদ্ধিতে উপজেলার চারটি ইউনিয়নের নিচু এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে নতুন করে পানি ঢুকেছে। পৌরশহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবারের টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার হাকালুকি হাওড় সংলগ্ন তালিমপুর, বর্নি, সুজানগর ও দাসেরবাজার বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করছে। গত চারদিন আগে পানিবন্দী হওয়ায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ১৩ জুন বৃহস্পতিবারের ভারি বর্ষণে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। তবে বৃহস্পতিবার ঈদুল আযহার ছুটি ঘোষণায় এসব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। এদিকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌরসভার হাটবন্দ, আদিত্যের মহাল, আইলাপুরসহ বিভিন্ন এলাকা ও উপজেলার মাধবছড়ার বাধ ভেঙ্গে হরিপুর, গাংকুল, সোনাপুর, কামিলপুর এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। ইউএনও নাজরাতুন নাঈম বৃহস্পতিবার বিকেলে জানান, উপজেলার প্রত্যেকটি ফ্ল্যাড সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। বন্যা কবলিত পরিবার আশ্রয়কেন্দ্রে আসা মাত্র তা খুলে দিতে প্রতিষ্ঠান প্রধানদেও নির্দেশ দেওয়া রয়েছে।
মন্তব্য করুন