বড়লেখায় দুধ বিপণ করতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাস ফেরত জিয়াব

November 3, 2024,

আব্দুর রব : বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জিয়াব উদ্দিন (৩৫) নামক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে পৌরশহরের পাখিয়ালা এলাকায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিজ খামারের গাভীর দুধ বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে রওয়ানা দিয়েছিলেন। নিহত জিয়াব উদ্দিন উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব আলীর ছেলে। জিয়াব তিন কন্যা সন্তানের জনক।

জানা গেছে, জিয়াব দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে উন্নতজাতের গাভী কিনে তা লালন-পালন শুরু করেন। প্রতিদিনের মতো রোববার ৩ নভেম্বর সকালে গাভীর দুধ সংগ্রহের পর তা বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে বড়লেখা পৌরশহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পৌরশহরের পাখিয়ালা এলাকায় পৌঁছামাত্র তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াবকে মৃত ঘোষণা করেন।

  নিহত জিয়াবের ছোটভাই কাতার প্রবাসী আরিফ হোসেন বলেন, তার ভাই সম্প্রতি ছুটিতে দেশে আসেন। আবারও  কাতারে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

ওসি মো. আবদুল কাইয়ূম সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, নিহত প্রবাসীর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com