বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
আব্দুর রব॥ বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান।
শুক্রবার ১০ মে বিকেলে উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের কলাজুরাস্থ বাসভবনে গিয়ে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম টেক্কা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা নইন উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ি ইমাম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল হাফিজ, চান্দগ্রাম বাজারের ব্যবসায়ি আমিনুর রহমান আমির।
গত ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৫শ’ ৪৭ ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আজির উদ্দিন। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিল ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। অপর দিকে চশমা প্রতীকে ২৫ হাজার ১শ’ ১৫ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জমিয়ত নেতা মাওলানা আবিদুর রহমান।
মন্তব্য করুন