বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

November 21, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটির প্রথম তলার নির্মাণ কাজের অর্থায়ন করছেন দুবাই প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী রহিম উদ্দিন। একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার ২০ নভেম্বর সকালে মাদ্রাসা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা সাইদুর রহমান। উদ্বোধক ছিলেন হাকালুকি দারুস সুন্নাহ মোহাম্মদীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন কলা মিয়ার সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকালুকি দারুস সুন্নাহ মোহাম্মদীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম, মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী আব্দুল মালিক, সেক্রেটারী আশরাফ হোসেন চৌধুরী সোহেল, ইউপি সদস্য আব্দুস সালাম ও ফৈয়াজ আলী, অজমীর আলামিন জামে মসজিদের সভাপতি ওয়াহিদুর রহমান রেজা, মাদ্রাসা কমিটির সদস্য আজাদ আলী, সিনিয়র শিক্ষক হাফেজ আব্দুন নুর, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জালাল উদ্দিন, ব্যবসায়ী আব্দুল হাই, শিক্ষানুরাগী পাখি মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিনশ। ৪২ জন শিক্ষার্থী হিফজ করছেন। শিক্ষক রয়েছেন ৮ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com