বড়লেখায় স্মরণ সভা নুরুল ইসলামের সেরা কাজ হচ্ছে যুগান্তর পত্রিকা প্রতিষ্টা

July 16, 2024,

আব্দুর রব॥ দেশের বলিষ্ট গণমাধ্যম দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বড়লেখায় সোমবার দুপুরে স্বজন সমাবেশের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার শুরুতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মস্তফা উদ্দিন।
যুগান্তর বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রব এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের সদস্য এজে লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বজন উপদেষ্ঠা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ব্যবসায়ি খলিল উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইত্তেফাক প্রতিনিধি, তপন কুমার দাস, ডেইলি সান প্রতিনিধি জালাল আহমদ, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের শ্রেষ্ট কাজ হচ্ছে যুগান্তর পত্রিকার প্রকাশনা। ‘সত্যের সন্ধানে নির্ভিক’ তাঁর দেওয়া শ্লোগানকে বুকে ধারণ করে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com