বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম, সম্পাদক জামিল

আব্দুর রব : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিএনপি নেতা জামিল আহমদ।
১৯ জুন বৃহস্পতিবার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দ্বি-বার্ষিক কাউন্সিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যকরী কমিটির পাঁচ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন।
নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আকলিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন জমিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, আলাল উদ্দিন, লন্ডন বিএনপির সাবেক উপদেষ্টা ড. মোদাব্বির হুসেন প্রমুখ।
মন্তব্য করুন