বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাইয়ে কব্জি বিচ্ছিন্ন

January 11, 2025,

হারিছ মোহাম্মদ : জুড়ী উপজেলায় বড় ভাইয়ের দায়ের কুপে যুবলীগ নেতা ছোট ভাইয়ের কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিনকে (৩৭) গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন (৪৫) ও ছোট ছেলে সামস উদ্দিনের মাঝে দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গার মাটি ভরাট নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহাব উদ্দিন ছোট ভাই সামস উদ্দিনকে ধারালো দা দিয়ে কুপ দেয়। দায়ের কুপে সামস উদ্দিনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি তদন্ত জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিন কে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় সামস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com