বিজিবির অভিযান জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক, মোটরসাইকেল জব্দ

December 8, 2024,

আব্দুর রব : বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়কালে আমিনুর ইসলাম ইমরান (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। এসময় তার পকেট তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সিমসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক আমিনুর ইসলাম ইমরান জুড়ী গ্রামের আব্দুল বারি কয়ছরের ছেলে। বিকেলে বিজিবি তাকে জুড়ী থানায় সোপর্দ করেছে। এব্যাপারে তার বিরুদ্ধে বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।

জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৯৬ হতে সাড়ে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়ধামাই নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে সেখানে দেখতে পেয়ে তাকে আটক করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সীমসহ একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। ইয়াবাসহ যার সিজার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িকে বিকেলে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবি বাদি হয়ে থানায় মামলা করা হয়েছে।

জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মামলা রেকর্ড হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com