বিধবা নারী ধর্ষণের ঘটনার আসামী বিজয় বিশ্বাস ও সালমান শাহ গ্রেফতার

August 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে বহুল আলোচিত সনাতনধর্মী এক বিধবা নারী গণ ধর্ষণের মামলার আসামী বিজয় বিশ্বাস ও সালমান শাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের ঘটনাটি কাকতালীয় কিবা নাটকীয় ঘটনার মত মনে হলেও ওই এলাকার মানুষ বেজায় খুশি হয়েছেন। সশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা রাজনগর থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তী এ প্রতিবেদককে জানান, গেল রোববার মৌলভীবাজার আদালত এলাকায় ওই দুই আসামীর দেখা পাওয়া গেলে গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করি। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করি।

উল্যেখ্য, চলতি বছরের ৪ জুন উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পূর্ব সুরীখাল (আমনপুর) গ্রামে নিজ গৃহ থেকে ওই নারী প্রাকৃতিক কাজে বাহিরে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা ওই দুই বখাটেসহ আরেক যুবক সামীলে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধস্তাধস্তি শেষে তিনি তাদের চিনতে পেরে নাম ধরে ধরে চিৎকার করলে এসময় তারা তাকে প্রাণে মারার চেষ্টা চালায়। তাৎক্ষনিক পাশের কুশিয়ারা নদীতে থাকা জেলেরা চেচামেচির আওয়াজ শুনে এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরদিন ওই নারী বাদী হয়ে রাজনগর থানায় ওই দুই যুবকের নাম উল্যেখ করে ধর্ষনের মামলা দায়ের করেন। আসামীরা পুলিশের নজরধারী এড়িয়ে সিলেটের বিভিন্ন উপজেলায়  দীর্ঘ আড়াই মাস বসবাস করে।

পুলিশ গোপন সূত্রে তাদের অবস্থান জানতে পারলেও সময়ে সময়ে তারা  স্থান পরিবর্তনের কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে গেল রোববার (১৬ আগষ্ট) শহরের আদালত পাড়ায় মেঘ না চাইতেও বৃষ্টির মত তাদের দেখা পেলে শ্রীঘরের ব্যবস্থা করে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com