বিয়ানীবাজার সীমান্তে বিজিবির হাতে শিশুসহ ৫ বাংলাদেশী আটক

December 5, 2024,

আব্দুর রব : বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম বিওপি এলাকায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে ১ শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে বিজিবি তাদেরকে বিয়ানীবাজার থাকায় সোপর্দ করে মামলা দিয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর থানা পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল কাদমারি গ্রামের মো. মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), লাল মিয়ার স্ত্রী রেকসোনা খাতুন (৪০), খুলনা জেলার বি-বাড়িয়া গ্রামের মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা  শেখ (২৭), বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১) ও তাদের শিশু সন্তান মো. মাহ্দী ইসলাম (৩)।

বিজিবি ও বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিজিবি বড়গ্রাম বিওপির নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। একপর্যায়ে নারী ও শিশুসহ ৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখে টহলদল তাদেরকে শূন্য রেখার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান হতে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লা জেলার বাগরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে ত্রিপুরা হতে বাসযোগে গৌহাটি যাওয়ার পথে চোরাইবাজার কাস্টমস চেকপোষ্টে ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরবর্তীতে বুধবার রাতে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিয়ানীবাজার থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি সুবেদ আলী জানান, বিজিবির মামলায় আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের সোপর্দ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com