বিসিএসে এগিয়ে যেতে চায় মৌলভীবাজার

February 28, 2019,

আশরাফ আলী॥ বিসিএসে জেলা কোটা সহ সকল কোটা বিদ্যমান থাকার পরও মৌলভীবাজার জেলা পিছিয়ে। প্রধানমন্ত্রী ঘোষিত সকল কোটা তুলে দেবার পর রাজধানী ঢাকাসহ শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকা অন্যান্য এলাকার শিক্ষার্থীদের সাথে অসম প্রতিযোগীতায় পড়বে মৌলভীবাজারের সন্তানরা। এজন্য বিসিএসে এগিয়ে যেতে মৌলভীবাজার জেলা।

এই উদ্যোগে ব্যবসায়ীক প্রতিষ্ঠান এপটেক ও মেন্টরস মৌলভীবাজারের নতুন প্রয়াসে কনফিডেন্স বিসিএস কোচিং এর যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারী বিকেলে শহরের চৌমূহনায় ক্যাম্পাসটির উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

এডভোকেট মোহাম্মদ বখত চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, সাবেক ইউপি চেয়ারম্যান সুজিত দাশ, ব্যবসায়ী আজমল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের দেশে অবস্থানরত তিন পরিচালক কাজী মাহফুজুর রহমান, বিধান ধর, সামসুল আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com