বি এন এস বি চক্ষু হাসপাতালে প্রাথমিক চক্ষু পরিচর্যা

May 17, 2017,

স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ ও ১৬ মে সোম ও মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে ‘‘প্রাথমিক চক্ষু পরিচর্যা“ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম, হিন্দু ধর্মীয় প্রতিনিধি, খ্রীষ্টধর্মীয় প্রতিনিধি, সমাজকর্মী এবং এন জি ও প্রতিনিধিসহ মোট ১০০ (একশত) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদের সভাপতিত্বে ১ম দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং ২য় দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনএসবি মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ এহসানুল মান্নান।
উক্ত কর্মশালায়  প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিএনএসবি-এর মেডিকেল অফিসার ডাঃ শাহিন আহমদ এবং রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান। কর্মশালা  শেষে সকল অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com