বৃটেনের ওয়েলস এর ব্রিজেন্ড শহরে ঈদ পূণ’মিলনী উপলক্ষে ডিনারপার্টি অনুষ্ঠিত
August 3, 2016,

সোয়ানসী থেকে ফেরদৌস রহমান॥ বৃটেনের ওয়েলস এর ব্রিজেন্ড শহরে ঈদ পূণ’মিলনী উপলক্ষে ২ আগস্ট মঙ্গলবার নাটরাজ রেষ্টুরেন্টে এক ডিনারপার্টি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমিউনিটি লিডার সৈয়দ আছিয়াদ আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা শাহ্জাহান খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাডিফ থেকে আগত কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মকিস মনসুর আহমদ, আব্দুল মালিক, আব্দুল লতিফ কয়সর, এস এ রহমান মধু, গোলাম মতুজা, জয়নাল উদ্দিন শিবুল, লিলু মিয়া, আলহাজ্ব আব্দুর রকীব,
গোলাম আবু সালেহ সুয়েব, আহমেদ আলী, আব্দুর রহমান মনা, হাবিবুর রহমান মকবুল, আব্দুর রউফ, ফেরদৌস রহমান, ছমির উদ্দিন, কাবুল ইসলাম. ও শাহ্ মবসির সহ প্রমুখ। বক্তারা সৈয়দ আছিয়াদ আলীর এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং সুস্বাদু খাবারের প্রশংসা করেন।
মন্তব্য করুন