বড়লেখার প্রবীণ দলিল লেখক মুহিবুর রহমান সোহাগের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

August 17, 2021,

আব্দুর রব॥ বড়লেখা সাবরেজিষ্ট্রী অফিসের প্রবীণ দলিল লেখক সাংবাদিক তরুণ তারেক মাহমুদের বাবা হাজী মুহিবুর রহমান সোহাগ (৭৫) ১৭ আগষ্ট মঙ্গলবার ভোর ৪ ঘটিকায় সুজাউল বিছরাবন্দ গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে যান। বেলা ২ ঘটিকায় বিছরাবন্দ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক তারেক মাহমুদের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত, বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, মিজানুর রাহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, এজে লাভলু, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ, ময়নুল ইসলাম, মোস্তফা উদ্দিন, রিপন দাস প্রমুখ।
এছাড়া বড়লেখার প্রবীন এ দলিল লেখকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বড়লেখা সাব-রেজিষ্ট্রার নিতেন্দ্র চন্দ্র দাশ, বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি মীর মখলিছুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com