বড়লেখার বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ২১ আগস্ট শুক্রবার প্রধান অতিথি হিসেবে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
বৃক্ষরোপনকালে উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা মকসুদ আহমদ রানা, বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের উপদেষ্টা মাহমুদ আহমদ, পরিষদের সভাপতি ও দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আশফাক জুনেদ, সহ সভাপতি নাইম আহমদ, সাধারণ সম্পাদক, জাফর আহমদ হিসাম,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ আহমদ, অর্থ সম্পাদক তাহের আলম, আন্তর্জাতিক সম্পাদক সাকিল আহমদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাওছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন